মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তার পুর ডাঙ্গা পাড়া গ্রাম কৃষক কৃষানিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৪ টায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়ােজন খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তার পুর ডাঙ্গা গ্রাম ইউপি চেয়ারম্যান মাে. আবু তাহের এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কােরআন তেলায়াত করেন মসজিদের ইমাম মাে. মামুনুর রশিদ। এতে প্রধান অতিথি হিসাব উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাঃ এহতেশাম রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার এটি এম হামীম আশরাফ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার মুক্তি চন্দ্র বিশ্বাস, উপ-সহকারী আনছারুল হক, ফুলবাড়ী প্রেস ক্লাব এর সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মাে মেহেদি হাসান উজ্জল। মাঠ দিবস কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন ইসমাইল হােসেন, মাহ্মুদ ইসলাম, মােছাঃ রজিনা আক্তার, ইউপি সদস্যা মাঃ জাকারিয়া জাকির। মাঠ দিবসে এলাকার প্রায় ২শতাধিক কৃষক কৃষানী অংশগ্রহন করেন। পরিশেষে মাঠদিবসে সরিষার ফসল উৎপাদন বাড়াতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেন বিষয়ে আলােচনা করেন। মাঠদিবসে এবারের বিষয় ছিল সরিষা চাষ।