নাঈম তালুকদার >
১৯৯৫সালে হেরা চাপতি নদীর তীরে প্রতিষ্ঠিত হয় জগদল কলেজ,ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্শবর্তী জগদল বাজারের সাথে সড়কটি সংযোগ করা হয়। কিন্তু সড়কটির প্রস্থ ও উচ্চতা পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় প্রতিবছর বর্ষা এলেই ডুবে যায়।
ফলে ছাত্র-ছাত্রীদের দুর্দশা বেড়ে যায়। জানা যায় দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের অনুদানে সড়কের কিছু উন্নয়ন হলেও পরবর্তীতে আর কোন উন্নয়ন হয়নি।
এ ব্যাপারে এলাকাবাসী ছাত্র-ছাত্রী অভিযোগ, সুযোগ-সুবিদা থাকার পর আমরা কেন ভুগছি,জানতে চায় অত্র কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী, উক্ত কলেজের একটি ভাঙ্গা নৌকা নিয়ে প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে অত্র কলেজের ছাত্র-ছাত্রীদেরকে কলেজে আনা হয়। এ ব্যাপারে অত্র কলেজের শিক্ষার্থীরা অভিযোগ জানালে,অত্র কলেজের প্রিন্সিপাল পংকজ কান্তি রায়, নানান তাল বাহানা দেখিয়ে তাদের প্রস্তাব প্রত্যাক্ষান করেন। কলেজের রাস্তা পাকাকরণের জন্য দাবি জানান শিক্ষার্থী বৃন্দ।