ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহকরা | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি  >>> ফেনী পলী বিদ্যুৎ সমিতির দাগনভূঞা জোনাল অফিস মিটার না দেখেই মাসের পর মাস বিল করে যাচ্ছে। গ্রাহকেরা অতিরিক্ত বিল পরিশোধ করছে মাসের পর মাস।  ৪.জুলাই২০১৮ইং পর্যন্ত প্রকৃত মিটারের ব্যবহৃত ইউনিট হলো-১৮৫১৬, অথচ জুন/২০১৮ ইং মাসের ২২/০৬/২০১৮ইং পর্যন্ত ব্যবহারিত ইউনিট দেখানো হয়েছে- ১৮৫৪০।

অথাৎ বিদ্যুৎ ব্যবহার করার পূর্বেই প্রায় ২৪ ইউনিট বিল বেশী করা হয়েছে।   এ ভাবে শুধু মাত্র একজনের নয়, একাধিক গ্রাহকের বিলেই এমন ভাবে করা  হয়েছে। এছাড়া ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, সার্ভিস চার্জ নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

 

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *