চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে ডুবে সাজিদুল আলম নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুলাই) রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু ৫ নং ওয়ার্ডের ফিতর মুহাম্মদ চৌধুরী বাড়ির মাইক্রো চালক তৌহিদুল আলমের পুত্র। নিহতের চাচা আবু মুছা বাপ্পি বলেন, ঘরে পানি উঠায় শিশু সানজিদকে খাটে রাখা হয়। অজান্তে পানিতে পড়ে যায় শিশুটি। দুপুর দেড়টার দিকে বাড়ির পেছনে বন্যার পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বাচ্চাটিকে। নিহত শিশু সানজিদুল আলম ২ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।ঐ পরিবারে শোকের মাতম চলছে।