ফেনী প্রতিনিধি : সোনাগাজীর কুঠির হাট থেকে অস্ত্রসহ নোয়াখালীর তালিকাভুক্ত ডাকাত এনামুল হক মানিক (২৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গতরাতে চরমজলিশপুর ইউনিয়নের কুটরহাট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মোঃ এনামুল হক মানিক(২৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানার এসআই সেলিম জামান। এসময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঁইয়া, সেনবাগ এবং কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে।
ধৃত মানিক সেনবাগ থানার শ্যামের গাও গ্রামের আব্দুর রব এর ছেলে।
ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।