গাজী হানিফ >> ২৭শে জুন, বুধবার, দুপুর ১২টায়, সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে- মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচার বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে – বক্তব্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন এবং বর্তমান সরকারের চলমান মাদক বিরোধী অভিযানের প্রশংসা করেন।
বক্তারা আরও বলেন- শুধু মদ গাঁজা নয়, বিড়ি সিগারেট সহ সকল তামাকজাত পণ্য বর্জন করা উচিৎ, কারণ- মাদকাসক্ত হওয়ার প্রথম ধাপ বিড়ি সিগারেট গ্রহণ করা।
সবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে- জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে “নবায়নযোগ্য জ্বালানী ও জ্বালানি দক্ষতা” এবং উপজেলা প্রশাসনের আয়োজনে “মাদকদ্রব্যের ভয়াবহতা” বিষয়ক বিষয় ভিত্তিক বক্তব্য ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।