মুজিবুর রহমান তোতা, বার্সেলনা ( স্পেন) থেকে :
২৪ জুন রবিবার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে , শিশু কিশোরদের মাঝে কোরআন তেলাওয়াত , এবং গজলের প্রতিযোগিতা অনুৃষ্ঠিত হয় ।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কমিউনিটি নেতা আব্দুল মুকিত্ , মাসুম আহমেদ , নোমান আহমেদ।
পরিশেষে মো: জাহাঙ্গীর আলম এবং নোমান আহমেদের যৌথ পরিচালনায় বকতব্য রাখেন মুকিত্ খান , মাসুম আহমেদ , ওয়াহিদুর রহমান , শামসুল ইসলাম, ফারুক আহমেদ।
আরও উপস্হিত ছিলেন আ: বাছিত , মুজাক্কির হুসেন , মুজিবুর রহমান তোতা , রফিক উদ্দিন , আতাউর রহমান , প্রমুখ।
বক্তারা বলেন প্রবাসে আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন আমাদের কালচার্ এবং শিক্ষায় সু শিক্ষিত হতে পারে সে দিকে সকল অভিভাবকদের নজর রাখতে হবে।