নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। আজ সোমবার সকাল ১০ টার দিকে তিনি গাজীপুর নগরীর বোর্ড বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ উপলক্ষে বোর্ড বাজার এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়েছে। এ পথসভায় উপস্থিত থেকে নিজেদের প্রার্থীর পক্ষে বক্তব্য রাখছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
অন্যদিকে জাহাঙ্গীর আলমের প্রধান প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় প্রার্থী বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার এখনো প্রচারণা শুরু করেননি। ২০ দল সূত্রে জানা গেছে, তিনি কিছুক্ষণের মধ্যেই গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়ন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এর আগে ঈদের দিন এই দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে কোলাকুলি করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। সে সময় উপস্থিত এই দুই প্রার্থীর কর্মীরাও একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছরের গত ১৫ মে গাজীপুর সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার দিন ধার্য করা হয়েছিল। কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ গত ৬ মে হাইকোর্টে রিট করলে ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত করে আদালত। এরপর আপিল বিভাগ নির্বাচন করার নির্দেশ দিলে নতুন করে ২৬ জুন ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।