ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে প্রায় ৫শ’ জন দুঃস্থ নারী ও ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক), পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের সদস্যসহ প্রায় দেড় হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলার জমাদার বাজার এলাকা থেকে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন রোকেয়া প্রাচী। সোনাগাজীতে বিতরণ শেষে ফেনীর মহিপাল ট্রাক মালিক শ্রমিক পরিবহনের সদস্যদের পরিবারের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন জেলা ট্রাক (মিনি ট্রাক), পিকআপ, কাভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আলী, জেলা শ্রমিক লীগের প্রেসিডেন্ট জালাল হাজারীসহ পরিবহন সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় রোকেয়া প্রাচী বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে সাধারণ মানুষের দেখাশোনা করা দায়িত্ব-কর্তব্য বলে আমি মনে করি। সে হিসেবে ঈদ আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কাজেই আমার দায়িত্ববোধ থেকেই সামর্থ অনুযায়ী ঈদ সামগ্রী বিতরণ করছি।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।