ওমর ফারুক ঈসান.ফটিকছড়ি থেকে.:
টানা বর্ষণে ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। সমতলের প্রায় বাড়িতে ঢুকে পড়েছে পানি। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। অনেকে গাছের উপরে আশ্রয় নিয়েছেন। মানুষের দুর্ভোগের যেন সীমা নেই।
একটানা তিনদিন বৃষ্টিতে উপজেলার প্রধান প্রধান বাজার গুলোর মধ্যে উত্তর ফটিকছড়িতে হেয়াকোঁ,দাঁতমারা,শান্তিরহাট,নারায়ণহাট,মির্জিরহাট,খাজিরহাট, বাজার থেকে শুরু করে দক্ষিনে, আজাদী বাজার,নানুপুর,নাজিরহাট,বিবিরহাট,সমিতিরহাট,শাহানগর বাজার সহ,প্রায় বাজারে বন্যার ছড়াছড়ি।
ব্যাবসায়ীরা টানা বৃষ্টির কারনে ঘর বাড়ি থেকে বের হতে না পারায় দোকান পাটও একেবারে বন্দ্ব বল্লেই চলে।
এ দিকে উপজেলার প্রধান প্রধান সড়ক বিবিরহাট- হেয়াকোঁ সড়ক,মাইজভান্ডার-নাজিরহাট সড়ক থেকে শুরু করে ব্রিজ-কালবার্ট সহ অসংখ্য ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে বলে একাদিক শুত্রে খবর পাওয়া গেছে।
অধিকাংশ মানুষ রাতে সেহেরীও খেতে পারেননি রান্নার সুযোগ না থাকায়।
এদিকে উপজেলা বড় বড় খাল, হালদা,সর্ত্তা ও ধুরুং খাল উত্তাল। অনেক স্থানে খালেরপাড় ভেঙ্গে পাশে ঘর বাড়ি গুলোতে পানি ডুকে পড়েছে বলে তথ্যসুত্রে জানা যায়।