জি-সেভেনের ৪৪তম সম্মেলনে অামন্ত্রন পেয়েছেন প্রধানমন্ত্রী | বাংলারদর্পন 

নিউজ ডেস্কঃ

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

 

শনিবার অটোয়ায় এক ঘোষণায় জানানো হয়, জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে বিশেষ যে আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে, সেখানে কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা।

 

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের ৪৪তম সম্মেলনটি আগামী ৮ ও ৯ জুন কানাডার কুইবেক শহরে অনুষ্ঠিত হবে। কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

 

এই সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। যা জি-সেভেন আউটরিচ মিটিং নামে পরিচিত। আর এতে অংশ নিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

 

এবারের আউটরিচ বৈঠকের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *