নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশাকে বহিষ্কারের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সোহাগ-জাকিরের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একের পর এক মন্তব্য চলছে তাদের বিরুদ্ধে।ছাত্রলীগ নেত্রী এশাকে কেন বহিষ্কার করা হল এমন প্রশ্ন জানতে চেয়েছেন তারা।এছাড়াও এশাকে লাঞ্ছিতকারীদের শাস্তি দাবি করে যাচ্ছেন তারা।
জানা যায়,কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর নির্যাতন ও এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে বহিষ্কৃত হয়।তবে পায়ের রগ কাটার অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়েছেও বলে জানা যায়।ব্যবহারকারীদের দাবি দেশে আইন আছে, একটা মেয়ে অন্যায় করলে তাকে মধ্যরাতে কেন শারিরিক নির্যাতন করতে হবে।আর এসব বিষয়ে তদন্ত না করে কেন তাকে বহিষ্কার করা হবে।এসব মন্তব্য করছেন খোদ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আর এসব বিষয় নিয়েই উত্তাল ফেসবুক,ব্যবহারকারীরা এশার পদ ফিরিয়ে দেয়া ও তাকে শারিরিক নির্যাতনকারীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে যাচ্ছেন।