“একমাত্র পল্লীবন্ধু এরশাদই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের জন্য শান্তির দিনবদল করতে পারে”

সোনাগাজী প্রতিনিধি :

 

‘বিগত ২৮ বছর ধরে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। বরং মানুষের জানমালের নিরাপত্তা নেই। দেশে শান্তি নেই, মানুষের মুখে হাসি নেই। তারা এই অবস্থার পরিবর্তন চায়,তাই এখন দরকার শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি। একমাত্র পল্লীবন্ধু এরশাদই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের জন্য শান্তির দিনবদল করতে পারে তাই এখন সাবেক সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পার্টি চেয়ারম্যান এর তথ্য উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টি আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রিন্টু আনোয়ার এসব কথা বলেন। এসময় তিনি রমজানের শিক্ষা নিয়ে সবাইকে সংযমী হওয়ার আহ্বানও জানান।

শনিবার সন্ধ্যায় স্থানীয় সোনাগাজী কমিউনিটি সেন্টারে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টি  সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সাধারন সম্পাদক এস এম রফিক হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ফেনী জেলা জাতীয় পার্টি সদস্য সচিব খন্দকার নজরুল ইসলাম, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আখতার,প্রবীন জাতীয় পার্টি নেতা মীর আবু ইউসুফ,দাগনভূঁইয়া জাতীয় পার্টি সাধারন সম্পাদক এড.রবিউল হক রবি, জাপা নেতা মাষ্টার আনিছুর রহমান, ডা:দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, বেলাল হোসেন, আবু তাহের প্রমুখ এচাড়া অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইফতার ও দোয়া মাহফিলে দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন সোনাগাজী বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফারুক।

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আলম, মো:শাহজাহানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।

 

রিন্টু আনোয়ার আরো বলেছেন, লাঙ্গল মার্কা হলো উন্নয়ন, প্রগতি ও সমৃদ্ধির মার্কা। এই মার্কা গণমানুষের ভাগ্য পরিবর্তনের মার্কা, দিনবদলের মার্কা। জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে-ময়দানে নেমে দলকে আরও সুসংগঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *