১৪ দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত শতাধিক : কালিমা লেগেছে টেকনাফে কাউন্সিলর হত্যায় 

নিউজ ডেস্ক :

রাজধানীসহ সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে সোমবার রাতেও কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন জেলায় ১০ জন নিহত হয়েছে। এ নিয়ে ১৪ দিনে শতাধিক নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রের খবরে জানা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তবে অভিযানে কালিমা লেগেছে টেকনাফ পৌর কাউন্সিলর একরাম হত্যাকান্ডে।

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ঢাকা, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, ময়মনসিংহ ও সাতক্ষীরায় সন্দেহভাজন ১০ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এর আগে গত বোরবার দেশের ১১ জেলায় কথিত বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সময়ে বন্দুকযুদ্ধগুলো ঘটে।

এছাড়া বিগত ১২দিনে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ জন করে মাদকব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাদক বিরোধী অভিযান নিয়ে জনমনে স্বস্তি ফিরলেও ‘বন্দুকযুদ্ধে’প্রতিদিন নিহতের ঘটনায় বিভিন্ন মানবাধিকার সংগঠন, রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, আইনের আওতায় এনে মাদক ব্যবসায়ী, পাচার ও সরবরাহকারীদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *