ইকবাল হোসাইন > বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সোনাগাজী শাখার উদ্যোগে ‘সারাদেশে অব্যহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনাগাজী জিরোপয়েন্টস্থ মধুমালা রেষ্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সোনাগাজী প্রেসক্লাব ও বিএমএসএফ সোনাগাজী শাখার সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহী পরিচালক ও বিএমএসএফ’র উপদেষ্টা কাজী মিজানুর রহমান মিস্টার।
সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী এনজিও ফেডারেশন এর চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু, বিএমএসএফ ফেনী জেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিক অাল মামুন, মুক্তিযোদ্ধা সংগঠক অাজিজুল হক চাষী, কমান্ডার খুরশিদ অালম, সোনাগাজী সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, ইউপি সচিব আবদুল হালিম, সোনাগাজী নজরুল একাডেমির সভাপতি নুরুল আমিন পলাশ।
আরও বক্তব্য রাখেন,এইচআরআরএস’র সোনাগাজী সভাপতি আফতাব উদ্দিন মোমিন ভুঞা, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী হানিফ, সহ সভাপতি কবি মহি উদ্দিন খোকন, সমাজসেবক আকবর হোসেন রিগ্যান, মুনস্টার ক্লাবের যুগ্ন সম্পাদক মাসুদ জীবন, লেখক নুরুল অাবছার সোহাগ, সাংবাদিক ছালাহ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে অব্যহত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিকদের সুরক্ষায় কোন অাইন না থাকায় এবং সরকারের উদাসীনতায় সাংবাদিক নির্যাতন হচ্ছে। ৫৭ ও, ৩২ধারা সহ সকল কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান বক্তারা।