সোনাগাজী প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগ সোনাগাজী উপজেলা কার্যালয় সংস্কারের কার্যক্রম চলছে, উক্ত সংস্কার কার্যক্রম তদারকি করছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
জানাযায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ কয়েকজন নেতার সহযোগীতায় এ কার্যালয় প্রতিষ্ঠিত হয়।
সংস্কার কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেন, এ সংস্কার ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের মাধ্যমে অাগামী নির্বাচনে নেতাকর্মীদের উৎসাহিত করবে। তাছাড়া ঈদুল ফিতর ও ঈদুল অাযহা উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে আসবে এজন্যই দ্রুত সংস্কার করা হচ্ছে।