অবশেষে দুদকে এ.কে আজাদ | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে তিনি দুদকে উপস্থিত হন।

জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ কে আজাদকে জিজ্ঞাসাবাদ করছেন দুদক।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি এর আগে বারবার সময় নিয়ে দুদকে উপস্থিত হননি। এজন্য বিদেশে অবস্থানসহ নানা কারণ দেখানো হয়। এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ এপ্রিল তারিখ নির্ধারিত ছিল। দেশের বাইরে থাকার কারণে ওই দিন সকালে তিনি সময় চেয়ে দুদকে চিঠি পাঠান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে তাঁকে ৯ মে দুদকে হাজির থাকতে বলা হয়। পরে ২৯ এপ্রিল চিঠির মাধ্যমে এ কে আজাদ আবারও সময় বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মে সময় নির্ধারণ করা হয়। অবশেষে আজ মঙ্গলবার তিনি দুদকে হাজির হলেন।

অনুমোদিত নকশা ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগে চলতি বছরের মার্চে এ কে আজাদের গুলশানের বাড়ির একাংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওই ঘটনার পরদিনিই দুদকের চিঠি পান এ কে আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *