অলিপুর অাল জামেয়াতুল মাদ্রাসা ও এতিমখানায় রোকেয়া প্রাচীর মতবিনিময়

সোনাগাজী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার তৃণমূল মানুষের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টিভি অভিনেত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে মনোনয়ন প্রার্থী রোকেয়া প্রাচী। শুক্রবার (১৮ মে) বিকেলে উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের  অলিপুর আল জামেয়াতুল আরাবিয়া মাদরাসা ও এতিমখানা মাদরাসায় ছাত্র/ছাত্রীদের সাথে মতবিণিময় করেছেন। সেখানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালক মুফতি নাসির উদ্দিন, এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসেন মেম্বার প্রমূখ। এ সময় তিনি ছাত্রদের বিভিন্ন সমস্যার কথা শুনে  এতিমখানার সবার জন্য ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

 

এরপর একই গ্রামের  হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আনন্দিপুর গ্রামের শ্রী শ্রী রক্ষা কালিমন্দির আশ্রম মন্দিরে মতবিণিময়ন করে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে মন্দির রাস্তাটি নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি হারাধন চক্রবর্তী, খোকন মাস্টার, মাস্টার সুশেন চন্দ্র বশাকসহ এলাকার সনাতন ধর্মাবলম্বীর লোকজন।

 

মতনিণিময় সভায় রোকেয়া প্রাচী বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান সম্প্রদায়ের মানুষজন জনের আপনজন, তাদের জন্য খুব আন্তরিক, কাজেই তাদের যে কোন সমস্যা সমাধানের জন্য আন্তরিক। রোকেয় প্রাচী এসময় মন্দিরে রাস্তা, মন্দিরের পুরোহিতকে অসুস্থ থাকায় তার চিকিৎসার আশ্বাস দেন। এবং আগামীব নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দেয়া আহবান জানান।

 

এরপর ২নং বগাদানার গুণক ক্লাবে তৃণমূল মানুষের সাথে দেখা হলে গুনক ক্লাবে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী ছবি না থাকায় ছবি লাগানোর জন্য ২হাজার টাকা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *