নিউজ ডেস্ক :
আওয়ামী লীগ সরকার খুলনা-দর্শনা রেলপথ ডাবল লাইন করার প্রকল্প হাতে নিয়েছে। এতে করে দেশের পরিবহন খাত আরও বেশি সমৃদ্ধ হবে, নিশ্চিত হবে যাত্রী সেবা। ‘রূপকল্প-২১’ এবং ‘রূপকল্প -৪১’ বাস্তবায়নের জন্য সরকার দেশের সব স্তরের উন্নয়ন নিশ্চিত করছে।
প্রকল্প অনুযায়ী খুলনা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত ১২৬ কিলোমিটার রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হলে দুটি ট্রেন চলাচলে দীর্ঘ সময় লাগবে না। এর ফলে অতি মূল্যবান সময় বাঁচবে এবং যাত্রী দুর্ভোগ কমবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতাধীন ৩ হাজার ৮০১ কোটি টাকা ব্যয়ে খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন যে রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়ের আওতাধীন খুলনা-দর্শনা পর্যন্ত ১২৬ .২৫ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ করা হবে। এ প্রকল্পে বাংলাদেশকে ২ হাজার ৮৫২ কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত এবং বাকি ৮২১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
খুলনা – দর্শনা রেলপথ ডাবল লাইনে উন্নীত হলে জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্রমবর্ধমান রেলওয়ে চলাচলের চাহিদা মিটানো সম্ভব হবে। আওয়ামী লীগ এদেশের প্রথম সরকার যারা রেলওয়ে খাতকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে। রেলওয়ে খাত উন্নত হলে সড়ক পথে চাপ কমবে। তাছাড়া যাত্রীগণ সড়ক পথ থেকে রেলপথকে অত্যধিক নিরাপদ বলে মনে করে। শুধু তাই নয় যানজট মুক্ত হওয়ায় অল্প সময়েই গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব। দেশের নাগরিকদের সুবিধার দিকটা মাথায় রেখে সরকারের রেলওয়ে মন্ত্রণালয় উন্নত রেলপথ উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ একদিন উন্নত দেশের মতো এদেশের মানুষকে ও রেল যোগাযোগ সেবা দিবে এবং সেই দিন খুব বেশি দূরে নয়।