নিজস্ব প্রতিবেদকঃ ৭১ টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে সোমবার রাতে বাসায় ফেরার পথে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে দুর্বৃত্তরা।
রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে ।
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানিয়েছে, সাংবাদিক নির্যাতনে বিচারহীনতার ফলে ধীরে ধীরে নির্যাতন বেড়েই চলছে। যথাযথ তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।