রাজশাহী : এবার উত্তাল রাজশাহীর রাজপথ। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল অাজিম রনির বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে রাজপথে ফিরিয়ে দেয়ার দাবীতে রাজশাহীতে মানববন্দন করেছে প্রানের ৭১। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজের সামনে এ মানববন্দন অনুৃষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি শিভলি অানোয়ার এর সভাপতিত্বে মানববন্দনে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগ নেতা অাশ্রাফুল অালম, লন্ডন অা’লীগ নেতা রেজাউল করিম রাজ প্রমুখ।
এতে ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহন করেন।
এর আগে উক্ত সংগঠনের উদ্যোগে সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় একই দাবীতে মানববন্দন ও সমাবেশ অনুৃষ্ঠিত হয়।