আব্দুর রহিম :
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে দুইটি ইটভাটা মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার সকালের দিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ আদালত পরিচালনা করেন।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গুইমারার আমতলীপাড়ার ফোর ষ্টার ও বাইল্যাছড়ির মেসার্স কে সি ব্রিক্স কোম্পানির মালিকানাধীন ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ওই ইটভাটায় গুলোতে অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারায় ফোরষ্টারকে ৩৫ হাজার ও মেসার্স কে সি ব্রিক্সকে ৫০ হাজার মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ বড়ুয়া।
ভবিষ্যৎতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে ভ্রাম্যমান আদালতের এমন অভিযানে স্থানিয়ারা স্বস্থ্যির নিঃশ্বাস নিয়ে বলছেন, প্রশাসনের এমন অভিযান অব্যহত থাকলে প্রভাবশালী এসব বনখেকো রাঘব বোয়ালদের দৌরাত্য কমে আসবে।, ফিরে আসবে ফসলের জমির উর্বরতা, রক্ষাপাবে বনভূমি, এবং জীব বৈচিত্রে ফিরে আসবে প্রণচাঞ্চল্যতা।