আমি হিমু হয়েছিলাম

“আমি হিমু হয়েছিলাম”

ওমর সুলতান হৃদয়

————————–

আমি কাব্য লিখেছিলাম,

কেউ পড়ে দেখেনি।

আমি নিশ্চুপ ছিলাম,

কেউ প্রশ্ন করেনি।

আমি আধাঁর রাতের আলোকবাতি

দেখতে দেখতে নিশাচর হয়ে

ঘুরে বেড়িয়েছিলাম,

কেউ ফিরে তাকায়নি।

আমি স্বপ্ন দেখেছিলাম,

সেই স্বপ্নের কথা শহর হতে

গ্রাম তারপর কত সহস্র

প্রান্তরে বলতে বলতে

ক্লান্ত হয়েছিলাম,

কেউ সত্যি করেনি।

আমি খালি পায়ে এই শহরের

ধুলোমাখা রাস্তা হতে

কারো বাসার গলির পরে

হাটতে হাটতে পরিশ্রান্ত হয়েছিলাম,

কেউ খেয়ালই করেনি।

হলুদ পাঞ্জাবী পড়ে,

কল্পলোকের কল্পলতার নীড়ে

কতবার হাজারবার

ভীড়তে চেয়েছিলাম,

কেউ জায়গা দেয়নি।

এই শহরের নিয়ন আলোয়

কারো মুখটা হলদে হয়েছিল,

হলদে মাখা চাহনিতে,

বুকের ভেতরটা মোচড় দিয়েছিল

কিন্তু কেউ বুঝেনি।

কারো জন্য হন্য হয়ে,

শহুরে জীবনেও বন্য হয়ে

আমি হিমু হয়েছিলাম

কেউ রুপা হয়নি।

(খন্ডাংশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *