চট্টগ্রাম ব্যুরো : মহানগর ছাত্রলীগ সাধারন সম্পাদক পদে থেকে অব্যহতি নেয়া অালোচিত ছাত্রনেতা নুরুল অাজিম রনিকে ‘ছাত্রবীর’ উপাধি দিয়েছে চট্টগ্রামের সাধারন ছাত্রসমাজ।
সোমবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্দন থেকে এ ঘোষনা দেয় ছাত্রনেতারা। তারা দাবী করেন, সাধারন ছাত্রদের অধিকার অাদায়ে রনি অাপোষহীন। ছাত্রদের ন্যায্য অধিকার অাদায়, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ করতে কাজ করে যাচ্ছেন রনি।
অার এসব কাজ করতে গিয়ে ব্যাপক অালোচনা সমালোচনার মুখেও পিছে হটেননি। তাই ছাত্রসমাজ মনে করে তিনি চট্টলার ‘ছাত্রবীর ‘।