নান্দাইল প্রতিনিধি >>
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় গ্লোবাল এন অার বি ইন্সুরেন্স কোম্পানীর একটি শাখা অফিস খুলে লাকী খাঁন নামে এক নারী উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে কলেজ,মাদরাসার ছাত্র ছাত্রীসহ বেকার যুবক যুবতিদের কাছ থেকে মাসিক ১০ হাজার টাকা বেতনের অফার দিয়ে ইউনিট ম্যানেজার,ট্রেইনার,ফিল্ড অফিসার পদে মৌখিক নিয়োগ দেয়। নিয়োগ কৃতদের কাছ থেকে ৩৬ হাজার,২৬ হাজার ১২ হাজার টাকা জামানত গ্রহন করে।
নিয়োগ করা স্টাফদের বেতনভাতা প্রদানে গড়িমসি শুরু করলে কর্মীরা চাপ দিলে সোমবার ২৩ এপ্রিল অফিস থেকে পালিয়ে যেতে চাইলেন বেকার যুবক যুবতিরা টের পেয়ে অফিস ঘেরাও করে রাখে এবং বিক্ষোভ শুরু করে। নান্দাইল মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে খাতাপত্র জব্দ করে অফিসে তালা লাগিয়ে লাকী খাঁনকে অাটক করে থানায় নিয়ে যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত নারী ইন্সুরেন্স কর্মকর্তা লাকী খাঁন থানায় অাটক রয়েছে।
অপর সহযোগি ওই অফিসের ম্যানেজার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের রুপালী অাক্তার পালিয়ে যায় বলে ভুক্তভোগিরা জানিয়েছে। উল্লেখ্য, গ্লোবাল ইন্সুরেন্স কোং পার্শ্ববর্তী উপজেলা ঈশ্বরগঞ্জ সদর, অাঠারবাড়ি ও তাড়াইলে একাধিক শাখা অফিস খুলে বেকার যুবক যুবতিদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
অাটক লাকী খাঁনের বাড়ি নারায়নগঞ্জ জেলার পাগলা থানয় বলে জানা গেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস অালী ঘটনার সততা স্বীকার করে জানান, বেকারদের টাকা ফেরত দানের জন্য হেড অফসে ফোন করা হয়েছে তারা ঢাকা হতে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন।