মোঃ আলাউদ্দীন :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী পটিয়া থেকে একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল ১০ ঘটিকার সময় লিডার শাফায়াত জামিল ফাহিম, পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরফরিদ, চরলক্ষ্যা হযরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেড এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় পটিয়া হতে চট্টগ্রামগামী ০১টি কালো রংয়ের মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানের সংকেত দিলে মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ সোহেল মিযা (২০), পিতা-মোঃ চাঁন মিয়া, গ্রাম-বানিয়াকান্দি, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা বর্তমান ঠিকানা-২ নং সিএমপি জয়নাবাজার, গাজীপুর’কে আটক করে।
আটককৃত আসামীর দেহ এবং মোটর সাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত মোটর সাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীদের মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।