সৌদি রাজ প্রাসাদের বাইরে প্রচণ্ড গোলাগুলি, নিরাপদে বাদশাহ সালমান

নিউজ ডেস্ক :

সৌদি আরবে রাজধানী রিয়াদের বাদশাহ সালমানের বাসস্থান রয়্যাল প্যালেসের সামনে শনিবার রাত্রে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাত টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে।

এখনো গোলাগুলি চলছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।

রাশিয়ান গণমাধ্যমে আরটি ও ব্রিটিশ গণমাধ্যম মিরর তাদের অনলাইনে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এছাড়া সামাজিক গণমাধ্যম টুইটারেও পাওয়া যাচ্ছে গোলাগুলির ভিডিও। তাতে মুহুর্মুহু গোলাগুলি ও বোমা বিস্ফোরণের স্পষ্ট শব্দ পাওয়া যাচ্ছে। তবে সময় নিউজ ডট টিভি স্বাধীন ভাবে ভিডিও গুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণোমাধ্যম ডেইলি সাবহা জানায়, তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটি ড্রোন প্রাসাদের কাছিকাছি আসলে গুলি করে ভূপাতিত করার পরপরই গোলাগুলির ঘটনা শুরু হয়। ডেইলি সাবহা আরও জানায়, প্রাসাদ অভ্যুত্থানের ঘটনাও ঘটতে পারে।

প্রেস টিভি জানায়, বাদশাহ সালমানের প্রতিপক্ষ এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তাদের বেশ কয়েকটি সূত্র উল্লেখ করেছে।

এদিকে হামলাকারীর সংখ্যা ও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বাদশাহ সালমানকে স্থানীয় বিমান ঘাঁটিতে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, গোলাগুলির সময় বাদশাহ সালমান রিয়াদের প্রাসাদে ছিলেন না। বাদশাহ এ সময় খামার দারিয়াতে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

সূত্র: আরটি, ডেইলি মিরর,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *