জলের উপর দিয়ে রাস্তা তৈরি করে চমকে দিল চিন

 

বাংলার দর্পন ডটকম :

জলের মধ্যে দিয়ে সাঁতার কাটা যায়, ফুরফুরে হাওয়া খেতে খেতে নৌকা চেপে দিব্যি করা যায় প্রমোদ ভ্রমণ। কিন্তু তা বলে জলের মধ্যে দিয়ে হাঁটা? কোন সেই পৌরাণিক যুগে এমন সব আলৌকিক ঘটনা দু-চারটে ঘটত বলে শোনা যায়। কিন্তু তা বলে এই ঘোর কলি যুগে সে কী সম্ভব?

image-3

কিন্তু সম্ভব না বললে চলবে কেন? কখনও সবচেয়ে উঁচু ব্রিজ বানিয়ে, কখনও কাঁচের সেতু বানিয়ে, কখনও চালকহীন মেট্রো চালিয়ে এর আগেও চমকে দিয়েছে চিন। এ বারও চমকে দিল তারা। জলের মধ্যে দিয়েই এ বার হাঁটার ব্যবস্থা করল চিন। নতুন এই রাস্তা দিয়ে মাঝ নদী দিয়ে বিন্দাস হাঁটতে পারবেন, এপার-ওপারও করতে পারবেন সহজেই। অথচ ভিজবেন না এতটুকু। কী ভাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *