নিউজ ডেস্ক:
ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া কর্তৃক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত এজাহার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সৃষ্ট মিশ্র প্রতিক্রিয়ার পর তিনি দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন বলে গতকালই জানা গিয়েছিল। কিন্তু ঘটনাটি নিয়ে একটা পাল্টা বক্তব্যও চলমান ছিল। শেষ পর্যন্ত ঘটনাটির প্রেক্ষিতে নুরুল আজিম রনির নিজের বক্তব্য পাওয়া গিয়েছে।
পড়ুন: ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি কর্তৃক কোচিং পরিচালককে মারধরের অভিযোগ (ভিডিও)
যেখানে রনি দাবি করেছেন তার পারিবারিক আয়ের মূলধন ভেঙে সেখান থেকে টাকা নিয়ে তিনি ইউনিএইডের পরিচালক রাশেদ মিয়ার সাথে যৌথ অংশীদারিত্বে ব্যবসায় লগ্নি করেন। কিন্তু প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে রাশেদের অস্পষ্টতা নিয়ে ব্যবসায় ঝামেলার সূত্রপাত হয়। পরে রনি রাশেদের কাছ থেকে ধারের টাকা ফেরত চান। আর এই ফেরত চাওয়া নিয়ে সৃষ্ট রেষারেষি এক পর্যায়ে মারামারিতে গড়ায়। সেটা রনি নিজেই স্বীকার করছেন।