দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে বিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী শিমুলবাঁক ইউনিয়নে ১ হাজার ৯শত ৬৯ জন আগাম বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারের বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০টাকা করে বিতরণ করেন শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু। তিনি বিতরনের সময় সকল গরীব অসহায় মানুষজনকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা সরকার হাওর পাড়ের মানুষজনের খাদ্য জুগানের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় অসহায় মানুষজনের কথা চিন্তা করেন। আজ যেভাবে আমরা বিপুল পরিমাণ চাল ও নগদ পাঁচশত টাকা পাচ্ছি। আগামী নির্বাচনে নৌকা প্রতিককে ভোট দিয়ে জয়যুক্ত করলে আর ও বেশি পাব।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মিতালী তালুকদার,ইউপি সদস্য আরজান আলী, লাল মিয়া মকবুল মিয়া,আহমদ আলী ,নুরুল আমিন,,হায়াতুল ইসলাম,সৈয়দুর রহমান, মোজাহিদ আলী,,আছিয়া বেগম,শাকির আহমদ, সুমন তালুকদার প্রমুখ।