চট্টগ্রাম ব্যুরো :
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার রামু থানাধীন কচ্ছপিয়া গ্রামস্থ তিতারপাড়া এলাকায় বাদশা মিয়ার বসতঘরে একজন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য চলমান এইচএসসি-২০১৮ পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল ২০১৮ ইং তারিখ রাত ২৩০৫ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী সাদ্দাম হোসেন (২০), পিতা-বাদশা মিয়া, গ্রাম-তিতারপাড়া, থানা-রামু, জেলা-কক্সবাজারকে চলমান এইচএসসি পরীক্ষা-২০১৮ এর প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল সেট এবং ০২ টি সীম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তার প্রথম প্রশ্ন ফাঁস চক্রের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীতে বিভিন্ন ঝড়পরধষ গবফরধ এর মাধ্যমে অন্যান্য গ্রুপের সাথে সে যুক্ত হয়। এ সমস্ত গ্রুপের এ্যাডমিনদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে এবং তাদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ পূর্বক পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের নিকট হতে বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করে ইন্টারনেটের বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়ার কাজে জড়িয়ে পড়ে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই চক্রটি আরো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর দের কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।