নান্টু লাল দাস > সাধারন সম্পাদক > অনলাইন প্রেস ইউনিটি।
গত রবিবার দুপুরে অামার ফেসবুক আইডি থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের বিরুদ্ধে ভুল বসত একটি বিতর্কিত স্ট্যাটাস দেয়েছিলাম। এতে মুক্তযোদ্ধা ও মুক্তযোদ্ধার সন্তানেরা মনে কষ্ট পেয়েছে। বিষয়টি অামার নজরে এলে অামি দ্রুত ডিলেট করে দিয়েছি।
আপনারা সকলে অবগত অাছেন, অামি একজন গণমাধ্যম কর্মী। ছাত্র থাকাকালীন অবস্থায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম। পেশাগত কারনেও কখনো স্বাধীনতার বিরুধী শক্তির কাছে অাপোষ করিনি। এখনো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অাদর্শ লালন করি। বঙ্গবন্ধুর অাদর্শ বাস্তবায়ন ও স্বাধীনতা রক্ষার অান্দোলনে অাপনাদের পাশে অাছি এবং ভবিষ্যতেও থাকবো।
এ দিকে স্বাধীনতা স্বপক্ষের শক্তির সাথে আমার বিরোধ সৃষ্টি করতে স্বাধীনতা বিরুধী একটি চক্র তৎপর রয়েছে।
ফেসবুকের মাধ্যমে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সহ সকল বন্ধুদের নিকট অামি ক্ষমা প্রার্থী।