৫৭ বা ৩২ গণমাধ্যমে  বিষ ছড়ায় : মোমিন ড়মেহেদী

নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫৭ বা ৩২ গণমাধ্যমে ছড়ায় বিষ। এই বিষে সংবাদপত্র ও সংবাদমাধ্যম ক্রমশ নীল হয়ে যাওয়ার ভয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবে বলে ভাবছে বর্তমান সরকারের কুচক্রি মহল। এই মহলটি জানে না যে, ভোটহীন জোটের রাজনীতি জনগন চায় না। নতুন প্রজন্মের প্রতিটি মানুষ স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ দুর্নীতি প্রতিরোধে। তারা চায় জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ, মওলানা ভাসানীর সাম্যের বাংলাদেশ, শেরেবাংলার সাহসী বাংলাদেশ।

আর তাই ৫৭ বা ৩২ শে কোন ভয় নাই, জনগনকে সাথে নিয়ে এগিয়ে যাই। এই এগিয়ে চলায় আসবে বিজয় বাংলাদেশে; সেই প্রত্যয়ে নির্ভয়ে আসুন এগিয়ে যাই। ৭ এপ্রিল বিকেল ৩ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ৮ বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম মেম্বার আহমেদুল কবীর খান কিরণ, এ্যাডভোকেট ফারুক আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, সহ-সভাপতি ফরহাদ শিমুল, কেন্দ্রীয় এনডিবির যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ জীবন, দানেশ ফকির, বগুড়া জেলা এনডিবির সাধারণ সম্পাদক এস এম সুলতান, রাব্বী হাওলাদার, হরি দাস সরকার, লুবনা আক্তার সুমী, ইশরাত রুবাইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *