প্রশ্নপত্র দেয়ার প্রলোভন : পুলিশ কর্মকর্তার ছেলে র‍্যাবের হাতে আটক | বাংলারদর্পন 

নিউজ ডেস্ক :

রংপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শকের ছেলেকে আটক করেছে র্যাব। তার নাম মো. এহসানুল কবির। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চক্র চালানোর অভিযোগে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়ার ছেলে এহসানুল কবিরকে আটক করা হয়েছে। আটক এহসানুল রাজধানীর মালিবাগ বাজার রোডের একটি ফ্ল্যাটে থাকতেন।

র্যাব জানায়, এহসানুল বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে টাকা নিয়ে ভুয়া প্রশ্নপত্র আদান-প্রদান করতেন।

র্যাব আরও জানায়, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপের ‘Per Question ৩০০ টাকা HSC’ এবং ফেসবুকে ‘Kusen Deta’ নামে আইডি খুলে প্রশ্নফাঁসের প্রচারণা চালাতেন এহসানুল। এসব আইডির অ্যাডমিনও তিনি।

এ বিষয়ে আটক এহসানুলের বাবা পুলিশ পরিদর্শক বাবুল মিয়া বলেন, আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। সে এসবে জড়িত না। তাছাড়া তার অটিজমের সমস্যা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *