ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় আজ ৪টা এপ্রিল সকালে ভূজপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস.আই আনিসুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ওয়ারেন্ট ভুক্ত ৪আসামি কে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ।
ওয়ারেন্ট ভূক্ত আসামীরা হলেন, সায়েদ আারমান জিকু (৩০) পিতা-শফিউল আলম, গ্রাম-পূর্ব শৈলকুপা, আমির অালী(৫০), পিতা-আকবর আলী, গ্রাম-পূর্ব কৈয়া, সেলিম(৪৫), পিতা-মনা মিস্ত্রি, গ্রাম-পূর্ব সোনাই, আমিনুল হক, পিতা-আমিনুর হক, গ্রাম-হারুয়ালছড়ি।
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ কাছে জানতে চাইলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ একটি ফোর্স অভিজান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ৪জন আসামিকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তার হওয়া ৪জন আসামী ভূজপুর থানার আধীনে বসবাসরত বলে জানাই ভূজপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ৪জন আসামী দের আদালতে প্রেরণ করা হয়।