ফেনীর রেল-স্টেশনের মাদক সম্রাট -সম্রাজ্ঞীর কারাদন্ড : বিপুল পরিমান গাঁজা উদ্ধার

 

ফেনী প্রতিনিধি :

ফেনী রেল স্টেশনের মাদক ব্যবসার একাংশ অনেকদিন ধরেই নিয়ন্ত্রণ করে আসছে মাদক -সম্রাজ্ঞী পারুল আক্তার ওরফে বেরাজনী ও তার স্বামী মো: সোহেল ওরফে কালু । আজ ( এপ্রিল ০১, ২০১৮) দুপুরে ফেনী রেল স্টেশনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

তিনি জানান, কালুর কাছ থেকে ৫ কে.জি. গাঁজা, বেরাজনী এর কাছ থেকে ৫ কে.জি. গাঁজা ও মোশাররফ হোসেন (৬৫) এর কাছ থেকে  ৬ কেজি গাঁজা ও ৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। আদালত মো: সোহেল ওরফে কালুকে (২৮) দুই (২) বছর ও পারুল আক্তার ওরফে বেরাজনীকে (৩৫) দুই (২) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। মোশাররফ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানের শুরুতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন কালু। পরবর্তীতে পানিতে লাফ দিয়ে মোবাইল কোর্ট টিম ধরে ফেলে কালুকে।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান, জি আর পি উপ-পরিদর্শক আবদুল আলীম ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *