নিজস্ব প্রতিনিধি –
দাগনভুঞা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন মামুন এখনও অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন। এ নেতা ও জনপ্রতিনিধি আলহাজ্ব মামুন’র রোগ-মুক্তি কামনায় দাগনভুঞা উপজেলা যুব মহিলালীগ সভাপতি রোখসানা ছিদ্দিকীর উদ্যোগে জায়লস্করের নুরুল্লাপুরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ দাউদুল ইসলাম। এ দিকে শুক্রবার বাদ জুমা
সমসাময়িক মিড়িয়া হাউজের উদ্যোগে ফেনীর বড় মসজিদ, তমিজিয়া মসজিদ, রাজাজির পাড়ে কোর্ট মসজিদ ও জহিরিয়া মসজিদে বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়েছে।
একইদিন সমসাময়িক সম্পাদকের ফেনী কলেজ রোড়স্হ কার্যালয়ে বাদ আসর মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও দাগনভুঞার রাজাপুর, পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন সহ প্রায় সকল ইউনিয়ন ও পৌরসভার অনেক গুলো মসজিদে বা’দ জুমা দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস – চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন মামুন’র দ্রুত রোগ মুক্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।