ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলিত মুহাদার জামে মসজিদ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বৃহস্পতিবার সোনাগাজী পৌর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মো. শাহাব উদ্দিন মেম্বার, গিয়াস উদ্দিন মানিক, মোহাম্মদ হোসেন, বেলাল হোসেন, আমিনুল হক মানিক ও করিমুল হক প্রমূখ।
এসময় দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল আলম।
অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, সোনাগাজী পৌরসভায় পর্যায়ক্রমে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সহ সব সমস্যার সমাধান করা হবে।
তিনি অাশ্বাস দেন, তার মেয়াদকালে একটি বাড়ির রাস্তাও কাঁচা থাকবেনা। গণ শুনানীর মাধ্যমে সমস্যা চিহ্নিত করে শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।