ফেঁসে যাচ্ছেন প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্যসহ হাজারো এইচএসসি পরীক্ষার্থী

 

নিউজ ডেস্ক: ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামের তৎপরতা শুরু করেছে এক শ্রেণির প্রতারক চক্র। প্রশ্ন ফাঁস রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানী তৎপরতা জানতে পেরে প্রতারক চক্র নতুন কৌশল অবলম্বন করছে। প্রশ্ন ক্রয়ে আগ্রহী ব্যক্তি এইচএসসি পরীক্ষার্থী কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করছে। আর তাদের পাতা ফাঁদে পা দিয়ে এরইমধ্যে অনেক শিক্ষার্থী ফেসবুকের গ্রুপ ও পারসনাল আইডিতে রেজিস্ট্রেশন কার্ড হস্তান্তর করেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসায় ওইসব আইডির সত্ত্বাধিকারী এবং রেজিস্ট্রেশন কার্ডের ভিত্তিতে ওইসব পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের মারফত জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে প্রশ্ন বিক্রয় ও ক্রয়ে আগ্রহীদের চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানা গেছে, চিহ্নিতদের আইনের আওতায় এনে শাস্তির পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হতে পারে।

প্রশ্ন ক্রয়ে আগ্রহী ব্যক্তি পরীক্ষার্থী কিনা তা নিশ্চিত হতে যারা রেজিস্ট্রেশন কার্ড চেয়ে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ প্রতিবেদক তাদের কয়েকজনের পরিচয় জানতে পেরেছে। তাদের ফেসবুক প্রোফাইলের নাম হলো, Md Arif Khan, Aman Ushan , Shafrin ahmed , Hasan ali , Oronno Khan , Pappu Chowdhury , Md Sagor Khan ছাড়া আরও অনেকে।

এদিকে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন শাখায় তৎপরতা চালিয়ে প্রশ্ন ফাঁসকারী চক্রের বেশ কিছু সদস্যকে আইনের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুসন্ধানের সুবিধার্থে তাদের পরিচয় ফাঁস করা হচ্ছে না। এছাড়া, প্রশ্ন কিনতে আগ্রহী কয়েক হাজার শিক্ষার্থীকেও চিহ্নিত করা হয়েছে। তাদের যাচাই-বাছাইয়ের পর মিডিয়ার সামনে তাদের পরিচয় তুলে ধরার পাশপাশি পরীক্ষা বাতিল করাসহ তাদের অভিভাবকদেরও সাজার আওতায় আনা হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, সন্তান যাতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, প্রশ্নপত্র ফাঁসকারী গ্রুপ/পেজের সঙ্গে জড়িত থেকে শাস্তির আওতায় না পড়ে সেদিকে অভিভাবকদের বিশেষভাবে নজর রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কর্তৃক সচেতন করা হচ্ছে। কেননা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তৎপরতায় যদি সন্তানের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে সন্তানের পাশাপাশি ওই অভিভাবকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *