ফেনী প্রতিনিধি :
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আজ বুধবার ছাগলনাইয়ায় আসছেন। ছাগলনাইয়া পুরাতন আদালত ভবন মাঠে জাসদ ফেনী জেলা শাখা আয়োজিত জনসভায় জাসদ কেন্দ্রীয় সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক নঈমুল আহসান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। সভাপতিত্ব করবেন জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আগমন উপলক্ষে ছাগলনাইয়া পৌর শহরে সোমবার সন্ধ্যায় জাসদের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়।