মোঃ ছালাহ্ উদ্দিন>>
শুক্রবার দিনগতরাতে সোনাগাজী উপজেলার শাহাপুর মিয়াজি বাড়িতে অগ্নিকান্ডে আফছার ও মাহবুল হকের বসতঘর এবং একটি ঘোয়ালঘর ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, মাহবুল হকের ঘোয়াল ঘরে বৈদ্যুতিক লাইনে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল বাহিনী পৌছার অাগেই ওই তিনটি ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়!
স্থানীয় ইউপি সদস্য অাবু বক্কর সিদ্দিক গেরিলা জানাণ, দুটি পরিবার অভাবগ্রস্ত। ঘর নির্মান করা তাদের পক্ষে সম্ভব নয়।দুটি বসতঘর নির্মানে তিনি স্থানীয় সমাজসেবক ও ধর্ণাঢ্যদের সহযোগীতা চেয়েছেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান ও সোনাগাজী ইউপি চেয়ারম্যান শামসুল অারেফিন।