ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় চরচান্দিয়া ইউনিয়নে বর্ষা মৌসমে জলাবদ্ধতা দেখা দেয়। নষ্ট হয় অাবাধি ফসল, দুর্ভোগে পড়ে এলাকার মানুষ। অাগাম প্রস্তুতি হিসেবে চর ছান্দিয়ার অতিগুরুত্বপুর্ন খাল গুলো সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিয়েছে চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ।
বুধবার সকালে, সওদাগর হাট এলাকার বিভিন্ন স্থানে সরকারি খাল দখল করে অবৈধ ভাবে বানানো চলাচলের রাস্তা সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন।
তিনি জানান, ইউনিয়নের সবগুলো খালে অবৈধ স্থাপনা ও বাঁধ রয়েছে। পর্যায়ক্রমে সব গুলো অপসারন করা হবে।