হাটহাজারী মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই বস্তা মোবাইল পুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় শিক্ষার্থীদের দুই বস্তা মোবাইল পুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, মাদরাসায় শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার নিষিদ্ধ করে। কিন্তু শিক্ষার্থীরা লুকিয়ে মোবাইল ব্যবহার করতো।

এ নিয়ে এক ছাত্রের সঙ্গে মাদরাসার শিক্ষকের বাকবিতন্ডা- হয়। পরে কর্র্তপক্ষের নির্দেশে শিক্ষার্থীদের কক্ষগুলোতে চলে সাঁড়াশি অভিযান। এসময় জব্দ করা হয় প্রায় পাঁচ শতাধিক অ্যান্ড্রয়েড মোবাইল সেট। পরে মোবাইলগুলো বস্তাবন্দি (দুই বস্তা) করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

এ বিষয়ে মাদরাসার সহকারী পরিচালক আনাস মাদানী বলেছেন, মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের ক্ষতি হয়। এমনিতেই মাদরাসার আবাসিক ছাত্রদের মোবাইল ফোন সঙ্গে রাখা নিষিদ্ধ। তারওপর আগামী মাস থেকে দাওরায়ে হাদিসসহ বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় দুই হাজার মোবাইল ফোন জব্দ করে। এরপর সেগুলো পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *