এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র সহ ৩ প্রার্থী শো-ডাউন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাদের বখত, বিএনপি মনোননিত প্রার্থী দেওয়ান সাজওয়ার রাজা চেীধুরী সুমন এবং তাঁর চাচাতো ভাই স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি পৌর মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ মার্চ পৌরসভার উপ-নির্বাচন।
বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালেব’এর কাছে এই তিন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীঃ- প্রয়াত মেয়র জগলুলের সহোদর ও সাবেক ছাত্রলীগ নেতা- নাদের বখত’এর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, রাশেদ বখ্ত, জিতেন্দ্র তালুকদার পিন্টু, পৌর কাউন্সিলার গোলাম সাবেরীন সাবু, মনিষ কান্তি দে মিন্টু, নিতাই পাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়না প্রমুখ।
বিএনপি মনোনীত প্রার্থীঃ- দেওয়ান সাজওয়ার রাজা চৌধুরী সুমনের মনোনয়ন দাখিলের সময়- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, দলীয় নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি মল্লিক মঈন উদ্দিন সোহেল, দলীয় নেতা আকবর আলী, সেলিম উদ্দিন, আতম মিসবাহ্, নাসিম উদ্দিন লালা, নজরুল ইসলাম, কালার চাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, ব্যবসায়ী মনোয়ার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থীঃ- গত নির্বাচনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীনের মনোনয়ন দাখিলের সময়- শিক্ষক নেতা আলী হায়দার মাস্টার, ফোরকান মিয়া, সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী সামু, সমরাজ মিয়া, ব্যবসায়ী এনামুল হক, এহসান রাজা চৌধুরী, মস্তক আহমদ, সাজিদুল ইসলাম, আবু সাদাত টিটু, মজম্মিল মিয়া, ফুয়াদ আহমদ, রাজরান মিয়া, দেওয়ান রাবিন আনোয়ার, জুয়েল মিয়া, নূর হোসেন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ব্যক্তিগতভাবে শহরের আপমর মানুষের কাছে ক্লিন ইমেজের জনপ্রিয় ও পারিবারিক ভাবে প্রভাবশালী, সুমন রাজা ও নাদের বখত বড় দুই দলের মনোনয়ন পাওয়ায় এই প্রথমবার সুনামগঞ্জ পৌরসভায় দলীয় প্রতীককে কেন্দ্র করে লড়াই জমে ওঠার সম্ভাবনার কথা বলছেন ভোটাররা।