সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ সোনালী ফার্মেসীতে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। তাৎক্ষনিক সিসি ক্যামরার ফুটেজ দেখে দুই যুবককে অাটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
ধৃতরা হলেন, কুতুপালং এলাকার নুর বশর এর ছেলে জোহার (২৪) ও পালংখালি এলাকার নাজির হোসেনের ছেলে ফয়েজ অালম (২৬)। উভয়ের কথোপকথন এর ভাষা রোহিঙ্গা হলেও তারা নিজেদেরকে কক্সবাজার এর বাসিন্দা দাবী করেন।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, তাদের নাগরিকত্ব যাচাই করা হবে। তবে চুরির ঘটনায় তাদরকে অাটক করা হয়েছে। তিনি অারও জানান, মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদনা /সৈয়দ মনির অাহসদ।