গাজীপুর :
রাজধানীর তুরাগ এলাকা থেকে ট্রাকভর্তি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলো- হারুনুর রশিদ (৪৬) ও মো. সাদ্দাম হোসেন (২৪)।
রবিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (জনসংযোগ বিভাগ) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যশোর থেকে একটি ট্রাকে (যশোর ট-০২-০০৯৩) করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাক থেকে ২ হাজার ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।’
তাদের বিরুদ্ধে আইন আনুহ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।