রাউজানে মাইজভাণ্ডারীর ত্বরিকতের জিকিরে ছেমা মাহফিল অনু্ষ্ঠিত

 

মো. অালাউদ্দীন :

রাউজানের চিকদাইর ইউনিয়নের মধ্যম চিকদাইর এলাকাবাসীর যৌথ  উদ্যোগে  গতকাল শুক্রবার  রাতে   হযরত গাউছুল আযম মাইজভাণ্ডারীর ত্বরিকতের  জিকিরে ছেমা মাহফিল  ও মিলাদ মাহফিল  অনু্ষ্ঠিত হয়।

এতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা ২এর সভাপতি  মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও  নুরুল ইসলামের সঞ্চালনায়  মিলাদ মাহফিলে  তকরিব করেন  কাজীর ডেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব  মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

প্রধান বক্তা ছিলেন চিকদাইর  ইউপি  চেয়ারম্যান  প্রিয়তোষ চৌধুরী। বিশেষ  অতিথি ছিলেন  ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক  সেলিম উদ্দিন,   মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি  চিকদাইর শাখা ২ সহ সভাপতি  রুকন ফারুকি,  নুরুন নবী,  সাধারণ সম্পাদক  আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক,  চিকদাইর  যুবলীগের সাবেক  সভাপতি  জাহেদুল আলম, হামরুল হাসান বারেক,  চিকদাইর ইউনিয়ন যুবলীগের সভাপতি  শাহহাজান,   সাধারণ সম্পাদক  নেজাম উদ্দিন,   মোঃ সাজ্জাদ হোসাইন,  রাশেদুল আলম,   জানে আলম মিনহাজ, দেলোয়ার,  রাশেদ । জিকিরে ছেমা মাহফিল পরিবেশন  করেন   কাওয়াল  মোঃ জাহাঈীর আলম,  মঈনুদ্দীন মানিক  প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *