ফেনী প্রতিনিধি :
সরস্বতী দেবীকে নিয়ে কুমন্তব্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আনিস আলমগীরের বিরুদ্ধে ফেনী সদর আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ঢাবির খণ্ডকালীন শিক্ষক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট শিপন বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। আমলি আদালতের বিচারক দ্রুব জ্যাতি পাল আবেদনটি গ্রহণ করলেও রাত পর্যন্ত এর কোনো আদেশ দেননি বলে আদালত সূত্রে জানা যায়। আবেদনে উল্লেখ করা হয় গত ২২ জানুয়ারি সরস্বতী পূজা চলাকালে আনিস আলমগীর তার ফেসবুক পেজে সরস্বতী দেবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।