মাটিরাঙ্গা আলিম মাদরাসায় দোয়া মাহফিল ★ বাংলারদর্পন

 

এমদাদ খান, রামগড় :

মাটিরাঙ্গা উপজেলা সদরের আলিম স্তরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো: হারুন অর রশীদ ফরাজী।

 

মাদরাসার অধ্যক্ষ কাজী মো: সলিম উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া পুর্ব আলোচনা সভায় মাদরাসা গভর্নিং বডির সদস্য মো: আবদুল কাদের, মো: আমির হোসেন রাকিব, আরবী প্রভাষক মো: হানিফুর রহমান ও বিদায়ী শিক্ষার্থী মো: হাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো: হারুন অর রশীদ ফরাজী মাদরাসার বিগত দিনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে দাখিল পরীক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকার মাদরাসা শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিচ্ছে। সেদিন খুব বেশী দুরে নয়, যেদিন তোমাদের এ আঙিনা সরকারী করন হবে। দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ভালো ফলাফলের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

মাদরাসা গভর্নিং বডির সদস্য মো: আমির হোসেন রাকিব আসন্ন দাখির পরীক্ষায় কৃতিত্বর সাথে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ ব্যাক্তিগত তহবিল থেকে পুরস্কার প্রদানের ঘোষনা দিয়ে বলেন, রাসুল (স.) এর পথ অনুসরন করে শিক্ষার্থীদের উন্নত চরিত্রের অধিকারী হতে হবে।

 

আলোচনা সভা ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদরাসার সহকারী মৌলভী মো: নজির আহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *