ফেনী প্রতিনিধি-ফেনীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাকিল (১৮) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এসএসকে সড়কের জহিরিয়া মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তারের পরামর্শ মোতাবেক চট্রগ্রাম নেয়ার পথে প্রতিমধ্যে সে মারা যায়।পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বাবু নামের এক ছাত্রদল কর্মীকে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাত করলে স্থানীয়রা উদ্বার করে।
নিহত শাকিল ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানার গুণবতী এলাকার হুমাউন কবিরের ছেলে বলে জানা যায়।